‘মাইকেল বাংলা সাহিত্যের প্রথম দিকপাল’

২৮ জানুয়ারি ২০২৪, ১১:২৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM

© টিডিসি ফটো

মাইকেল প্রাচীন যুগের সাহিত্যের মাধ্যমে পরিবর্তন করেছেন যুগধারাকে। তিনি বাংলা সাহিত্যের প্রথম দিকপাল। ধর্মকেন্দ্রিক সাহিত্যকে বাদ দিয়ে মানবতাবাদী লেখা লিখেন। মধুসূদন দত্ত সম্পর্কে এসব মন্তব্য করেছেন গণ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র অধ্যাপক মোহাম্মদ আবু রায়হান।

রবিবার (২৮ জানুয়ারি ) মাইকেল মধুসূদন দত্তের দ্বিশতবর্ষী জন্মদিন উপলক্ষে বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, মাইকেলের মধ্যে পাশ্চাত্য সাহিত্যের ছোঁয়া ছিল। ইয়াং বেঙ্গল সমাজেরও প্রভাব ছিল লক্ষণীয়।তিনি ধর্মকে নয় মানুষকে তার লেখায় প্রাধান্য দিয়েছেন।

এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে মো. এনামুল হক বলেন, আপনাদের উচ্চারণের শ্রুতিমাধুর্যের দিকে লক্ষ্য রাখতে হবে। যা বলছেন শ্রোতা যাতে সব বুঝতে পারেন। বাংলা বিভাগের এমন আয়োজন জারি রাখা প্রয়োজন এতে করে শিক্ষার্থীদের সাহিত্য সচেতনতা বৃদ্ধি পাবে।

বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সৈয়দা ফারজানা বলেন, মাইকেল তরুণদের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তিনি বাংলা ভাষা কে সর্বাগ্রে স্থান দিয়েছেন।

আলোচনা সভার সঞ্চালনা করেন বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক কয়েস আহমেদ ও তানিয়া আক্তার। এ মুক্ত আলোচনা সভায় বিভাগের ১৫ জন বক্তা তাদের মতামত রাখেন।নএ সময় তারা মাইকেলের সামগ্রিক জীবন তুলে ধরেন। এ সময় অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ডাকসু নিয়ে মন্তব্য, দুঃখ প্রকাশ করে যা বললেন সেই জামায়াত নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে …
  • ২৫ জানুয়ারি ২০২৬
সরকারি হচ্ছে আরও একটি স্কুল
  • ২৫ জানুয়ারি ২০২৬
বেতনভাতা বৃদ্ধি সঙ্গে সঙ্গে ঘুষসহ অবৈধ লেনদেনও বাড়ে, বোঝা ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোন লাভ হবে না: তার…
  • ২৫ জানুয়ারি ২০২৬
হাদির ঘটনা কেবল ব্যক্তি হত্যা নয়, রাষ্ট্রীয় ব্যর্থতা ও বিচা…
  • ২৫ জানুয়ারি ২০২৬