© টিডিসি ফটো
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শনিবার সকালে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দিনের নেতৃত্বে একটি দল শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময়, সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর এবিএম ফারুক, একাডেমিক ও নন-একাডেমিক বিভাগের বিভাগীয় প্রধান, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি, বিজয় দিবস উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং ১৯ টি ক্লাবের দুজন করে ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন।