এশিয়ান ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক কর্মশালা

এশিয়ান ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক কর্মশালায় অতিথিবৃন্দ
এশিয়ান ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক কর্মশালায় অতিথিবৃন্দ  © টিডিসি ফটো

এশিয়ান ইউনিভার্সিটি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে এটুআই’র উদ্যোগে ইনভিজিয়োনিং ফিউচার বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আশুলিয়া স্থায়ী ক্যাম্পাসে এই কর্মশালার আয়োজন করা হয়। 

কর্মশালায় দুইটি সেশনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় মূলত শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে নিজেদেরকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার স্বপ্ন দেখতে বলা হয়। সামাজিক সমস্যা দূরীকরনে আগ্রহী তরুণদের উৎসাহিত করতে এবং প্রতিটি পর্যায়ে ডিজিটালাইজেশনের  আইডিয়া তৈরীতে কাজ করতে উৎসাহিত করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন এইউবি উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. শাহজাহান খান। এতে গেস্ট অব অনার ছিলেন এটুআইয়ের ডেপুটি সেক্রেটারী মোহাম্মদ সালাউদ্দিন,, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম।

এইউবি রেজিস্ট্রার একেএম এনামুল হকের সভাপতিত্বে  অনুষ্ঠানটি পরিচালনা করেন এইউবি স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিরেক্টর সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূইয়া।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!