আইসিপিসি এর পোস্টার © সংগৃহীত
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং সমস্যা সমাধানের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক আন্তর্জাতিক প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি)। আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪ টায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হয়েছে এর প্রিলিমিনারি রাউন্ড।
জানা যায়, এবছরের আইসিপিসি ঢাকা রিজিওনাল কনটেস্ট অনুষ্ঠিত হবে বাংলাদের ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে। এতে অংশ নেয় বাংলাদেশ সকল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রেকর্ড সংখ্যক ২৪৬১ টি দল। প্রথম স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টিম এসেন্ডিং’। দ্বিতীয় স্থান টিম IOI1,তৃতীয় স্থানে বুয়েট চতুর্থ রুয়েট এবং পঞ্চম শাহজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রসঙ্গত, আইসিপিসি ঢাকা রিজওনাল ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর ২০২৩ ইং।