সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘মিট দ্যা লিডার’ শীর্ষক মতবিনিময় সভা

অনুষ্ঠানে অতিথিবৃন্দ
অনুষ্ঠানে অতিথিবৃন্দ  © টিডিসি ফটো

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘মিট দ্যা লিডার’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং সাউথইস্ট মুট কোর্ট সোসাইটি যৌথ ভাবে মতবিনিময় সভার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটর্নি জেনারেল জনাব আবু মোহাম্মদ আমিন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। উক্ত  অনুষ্ঠানে প্রশ্ন-উত্তর পর্বে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে।


এ সময় অন্যান্যের মধ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহিদ মোস্তফা সহ  বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ