এক মাস ধরে নিখোঁজ সাউথইস্ট ইউনিভার্সিটির তন্ময়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:২২ AM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৪ AM
প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন রাজধানীর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি।
নিখোঁজ শিক্ষার্থীর নাম ইমতিয়াজ আহাম্মেদ তন্ময় (২২)। সে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএর তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় গত ২৮ আগস্ট ভাসানটেক থানায় সাধারণ ডায়েরি করা হয়।
তন্ময়ের মা তাসলিমা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত ২২ আগস্ট বাসা থেকে বের হওয়ার পর আমার ছেলে ওর কলেজে গিয়েছিল একটি সার্টিফিকেট তুলতে। তবে সেদিন পরীক্ষা থাকায় সে কলেজে ঢুকতে পারেনি। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।
কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, তন্ময়ের বাবা ছয় বছর আগে মারা গেছে। সন্তানদের অনেক কষ্ট করে মানুষ করতে হয়েছে। আজ এক মাস হলো আমার ছেলে নিখোঁজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তন্ময়জে খুঁজে পেতে কোনো সহযোগিতা করছে না বলেও জানান তিনি।
তন্ময়ের ভাই তোফাজ্জল হোসাইন বলেন, বাবা এবং বড় বোন মারা যাওয়ার পর থেকে ও চুপচাপ হয়ে গেছিলো। কারো সাথে তেমন একটা কথা বলত না। অধিকাংশ সময় একা একাই থাকত। তন্ময়ের নিখোঁজের বিষয়টি সাউথইস্ট ইউনিভার্সিটিসহ পুলিশ, র্যাব ডিবি সবাইকে জানানো হয়েছে। তবে এখনো আমার ভাইয়ের কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে জানতে চাইলে সাউথইস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার মেজর জেনারেল ফখরুদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে জানতে হবে।
ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনসি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা শিক্ষার্থীকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছি। মোবাইল ফোন সাথে না নেওয়ায় তাকে ট্র্যাক করা যায়নি বলেও জানান তিনি।