‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ পরিদর্শনে এইউবি’র সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীরা

২২ আগস্ট ২০২৩, ১২:৩৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
মুক্তিযুদ্ধ যাদুঘরে এইউবি’র সরকার ও রাজনীতি বিভাগের 
শিক্ষক-শিক্ষার্থীরা

মুক্তিযুদ্ধ যাদুঘরে এইউবি’র সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা © টিডিসি ফটো

এশিয়ান ইউনিভর্সিটি অব বাংলাদেশ-এর সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীরা পরিদর্শন করে এলো ‘মুক্তিযুদ্ধ যাদুঘর’। সোমবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এ যাদুঘরে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সচিত্র ইতিহাস পর্যবেক্ষণ করেন তারা।

বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামসুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের সচিত্র ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পরে এইউবি শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করেন। এতে এইউবি সরকার ও রাজনীতি বিভাগের ৫৬ ব্যাচ এর ছাত্র নাফিজ খান ১মস্থান ও ৫৮ ব্যাচ এর ছাত্র সাদিকুল ইসলাম ২য়স্থান লাভ করে মুক্তিযুদ্ধ যাদুঘর কর্তৃপক্ষের নিকট থেকে পুরস্কার লাভ করেন।

সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিঘাত সুলতানা বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের সঠিক ইতিহাস সচিত্র তুলে ধরা ও তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা তৈরী করার লক্ষেই এই আয়োজন করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এশিয়ান ইউনিভার্সিটি সবসময়ই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে  এবং শিক্ষার্থীদেরকেও সেই চেতনায় উদ্বুদ্ধ করে।’ 

এসময় আরও উপস্থিত ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, প্রভাষক মনিজা ইসলাম ও নাইমুল ইসলাম।

বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ২৭ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের প্রচারণায় তাসনিম জারার ‘প্রজেক্ট ঢাকা-৯’ ক্যাম্পেইন
  • ২৭ জানুয়ারি ২০২৬
মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬