আশুলিয়াতেই মানারাতের স্থায়ী ক্যাম্পাস রাখার দাবি প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১০:১৩ AM , আপডেট: ২১ জুলাই ২০২৩, ১০:১৩ AM
আশুলিয়ায় তৈরি করা স্থায়ী ক্যাম্পাসেই মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস রাখা এবং আত্মঘাতী সকল সিদ্ধান্ত থেকে সরে এসে কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম।
বৃহস্পতিবার (১৯ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এসব দাবি জানায়। ফোরামের আহ্বায়ক মাহবুবর রহমান এতে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও মাহমুদুল হাসান এবং সদস্য সচিব সাদ বিন জসিমসহ অন্য প্রাক্তন শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘আশুলিয়ায় নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পর ২০১৭ সালে মানারাত ইউনিভার্সিটি সেখানে শিক্ষা কার্যক্রম শুরু করে। সেখানে আটটি ডিপার্টমেন্টে প্রায় তিন হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় আইন ও ইউজিসির নির্দেশনা অমান্য করে গুলশানে স্থায়ী ক্যাম্পাস করার জন্য কর্তৃপক্ষ কার্যক্রম শুরু করেছে। এমনকি গুলশানের ভাড়া করা ক্যাম্পাসে স্থায়ী ক্যাম্পাসের সাইনবোর্ড লাগানো হয়েছে।’
আরও পড়ুনঃ বেসরকারি মেডিকেল ভর্তিতে সময় বৃদ্ধি
আমরা মনে করি, ‘এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় ধরনের হুমকি এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য মারাত্মকভাবে ক্ষতির কারণ। কারণ সুবিশাল স্থায়ী ক্যাম্পাস ছেড়ে গুলশানে ভাড়া বিল্ডিংয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অথচ এর প্রতিবাদে গত তিন মাস ধরে আন্দোলন করে আসছেন বর্তমান শিক্ষার্থীরা।’
মাহবুবর রহমান আরও বলেন, ‘১০ বিঘার স্থায়ী ক্যাম্পাস বিক্রি করে গুলশানে একটি অস্থায়ী ক্যাম্পাসে ভিসি এবং হাতেগোনা কয়েকজন শিক্ষক ঢাকায় থাকার অভিলাষের কারণে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মধ্যে ফেলে দিচ্ছেন। অথচ আশুলিয়াতে আরও ৭-৮টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস রয়েছে।’
আশুলিয়া ক্যাম্পাসকেই স্থায়ী ক্যাম্পাস হিসেবে ঘোষণা করতে হবে, অনতিবিলম্বে আশুলিয়া ক্যাম্পাসে সশরীরে ক্লাস কার্যক্রম চালুসহ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কেউ কথা বললে তাকে কোনো রকম হয়রানি না করার দাবিসহ সম্মেলনে কয়েকটি দাবি তুলে ধরা হয়।