নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি পেল সাত হাজারেও বেশি শিক্ষার্থী

নর্থ সাউথ ইউনিভার্সিটির সমাবর্তনে এক শিক্ষার্থীকে পদক পরিয়ে দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
নর্থ সাউথ ইউনিভার্সিটির সমাবর্তনে এক শিক্ষার্থীকে পদক পরিয়ে দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে সাত হাজারেরও বেশি শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়েছে। বুধবার (১২ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ডিগ্রী প্রদানের পর ২০ জন মেধাবী শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়। এরপর শিক্ষামন্ত্রীর অনুমোদনক্রমে উপাচার্য সমাবর্তন কার্যক্রম শুরু করেন।

এসময় সমাবর্তন বক্তা হিসেবে ভারতের পরিকল্পনা কমিশনের প্রাক্তন ডেপুটি চেয়ারম্যান এবং সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রগ্রেসের ফেলো মন্টেক এস আলুওয়ালিয়া গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এদিন জাতীয় সংগীতের মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয় এবং অনুষ্ঠানে স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক মার্শাল শায়লা জোয়ার্দার স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. হেলাল আহাম্মদ এবং সংশ্লিষ্ট বক্তিরা ডিগ্রি প্রার্থীদের তথ্য শিক্ষা মন্ত্রীর হাতে তুলে দেন।

আরও পড়ুন: কারিগরি শিক্ষা শুধু গরীব শিক্ষার্থীদের জন্য নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রী তার বক্তব্যে অগ্রগতির জন্য শিক্ষার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন এবং অর্থনীতির জন্য মানসম্মত উচ্চশিক্ষার তাৎপর্য তুলে ধরেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশের রূপকল্প অর্জনে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে মানবিক গুণাবলীসম্পন্ন মানবসম্পদ উন্নয়নে নিবেদিত।

সমাবর্তন বক্তা মন্টেক এস আহলুওয়ালিয়া তাঁর বক্তব্যে গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান এবং তাদের ক্যারিয়ারের ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার জন্য উৎসাহিত করেন।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনীর আহমদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. জুনায়েদ কামাল আহমদ এবং এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্য মিসেস ইয়াসমিন কামাল ও শাহরিয়ার কামাল উপস্থিত ছিলেন। অনেক বাবা-মাও এই আনন্দউদযাপনের জন্য তাদের সন্তানদের সাথে যোগ দিয়েছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence