পশুর হাটে সেবা দিচ্ছেন গবির দেড় শতাধিক ভেটেরিনারি শিক্ষার্থী

পশু চিকিৎসায় গবির ভেটেরিনারি টিম
পশু চিকিৎসায় গবির ভেটেরিনারি টিম  © টিডিসি ফটো

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শতাধিক কুরবানির হাটে ভেটেরিনারি পরামর্শ ও চিকিৎসা সেবা দিচ্ছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গবির ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১২ জন ডাক্তার, ৩৫ জন ইন্টার্ন ডাক্তারসহ আরও শতাধিক ভেট শিক্ষার্থী কুরবানির হাটে মেডিকেল টিমের অংশ হিসেবে কাজ করছে। 

এ বিষয়ে কয়েকজন চিকিৎসক জানান, কুুরবানির জন্য প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা তথা সুস্থতা অন্যতম পূর্বশর্ত। এছাড়া হাটে অনেক সময় প্রাণী অসুস্থ হয়ে পড়ে। আমরা এসব বিষয়ে যাবতীয় সকল পরামর্শ প্রদানের চেষ্টা করছি। ২৮ জুন পর্যন্ত এ সেবা চলমান থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এনিমেল প্রোডাকশন বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক ডা. মোঃ রোকনুজ্জামান বলেন, ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা বরাবরের মতো এবারেও সারা বাংলাদেশের বিভিন্ন কুরবানির পশুর হাটে স্বেচ্ছাসেবী হিসেবে উপজেলা ভেটেরিনারি হাসপাতালের মেডিকেল টিমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেবা দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের এমন কাজ সত্যিই প্রশংসার দাবিদার।'

তিনি আরও বলেন, কুরবানির পশু যেহেতু আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরবানি করা হয়, তাই তাদের এমন স্বেচ্ছাশ্রম একদিকে যেমন একজন ভেটেরিনারিয়ান হিসেবে প্রাণি সেবার দায়িত্ববোধকে সমুন্নত রাখবে, সেই সাথে ধর্মীয়ভাবেও কুরবানির পুণ্যের অংশীদার হিসেবে গণ্য হবে বলে মনে করি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, সারাদেশে প্রাণির স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ১৬৯৭টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এবার দেশে ১ কোটি ৪ লক্ষ কুরবানির যোগ্য পশুর চাহিদার বিপরীতে প্রায় ১ কোটি ২৫ লক্ষ কুরবানিযোগ্য পশু মজুদ আছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence