স্বাধীনতা দিবস উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটিতে আলোচনা সভা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৮:০৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সোমবার (২৭ মার্চ) আলোচনা সভার আয়োজন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক।
তিনি বলেন, স্বাধীনতার সুফল ভোগ করতে হলে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বর্তমান উন্নয়নের রোল মডেলের সাথে তাল মিলিয়ে এগিযে যেতে হবে। ছাত্র শিক্ষক কর্মজীবি আমরা প্রত্যেকেই আমাদের যার যার জায়গা থেকে কাজ করতে হবে।
মূল আলোচনায় এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়নের অগ্রযাত্রাকে তরান্বিত করতে আমাদের সবাইকে সামগ্রিক কর্মকান্ডে অংশগ্রহন করতে হবে।
আরও পড়ুন: বিএনপিকে সংলাপে ডাকতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান জাফরুল্লাহ
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান বলেন, স্বাধীনতা শব্দটি আমাদেরকে উপলব্ধি করতে হবে, হৃদয়ে আত্বস্থ করতে হবে, দেশকে ভালবাসতে হবে। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষকে মূল্যায়ন করতে হবে। দূর্নীতি, সুদ, ঘুষের উর্দ্ধে উঠে দেশের সেবা করতে হবে। যেই কাজটি করে যাচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক মুক্তাশা দীনা চৌধুরী।