দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কাল
- টিডিসি
- প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১০:২৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) এর সমাবর্তন আগামীকাল রোববার (১৯ মার্চ) অনুষ্ঠিত হবে।
শনিবার (১৯ মার্চ) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১১টায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ২১তম সমাবর্তনে অংশগ্রহণ করবেন শিক্ষামন্ত্রী। কুড়িলে (কুড়াতলী রোড) বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে দুপুর ২টা ৩০ মিনিটে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৩তম সমাবর্তন বিশ্ববিদ্যালয়টির বসুন্ধরা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।