মানারাত ইউনিভার্সিটির ট্রাস্ট দখলের প্রতিবাদে বিক্ষোভ

বিক্ষোভ মিছিল
বিক্ষোভ মিছিল  © সংগৃহীত

বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড দখল ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের শাহজাদপুরে সচেতন গুলশানবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মিছিল পূর্ব সমাবেশে লিখিত বক্তব্যে গুলশান সমাজ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান এম এইচ বান্না চৌধুরী বলেন, মানারাত দীর্ঘ দিনের সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। এখানে পড়া-লেখা করে অনেকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এখানে আমাদের ছেলে-মেয়েরা পড়া-লেখা করছে, আগামী প্রজন্মও পড়া-লেখা করবে। এজন্য আমরা দ্ব্যার্থহীন কণ্ঠে বলতে চাই, মানারাত বিশ্ববিদ্যালয় দখলের মাধ্যমে যদি উদ্দেশ্য হয় স্কুল ও স্কুলের জায়গা দখল করা, তাহলে গুলশানবাসী তা মেনে নেবে না।

সরকারের ও ইউজিসি নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গার অভাব নেই। আর মানারাত স্কুলের জায়গায় বিশ্ববিদ্যালয় থাকবে না এটি সরকারের সিদ্ধান্ত। সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত মোতাবেক স্থায়ী ক্যাম্পাসের জন্য আশুলিয়ায় ১০ বিঘা জায়গা ক্রয় করে শিক্ষা কার্যক্রম শুরু করেছে ট্রাস্টি বোর্ড। সুতরাং সেখানেই মানারাত বিশ্ববিদ্যায়ের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম সম্পূর্ণরুপে পরিচালনা করবে।

মানারাত স্কুলের জায়গায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করা আইন সম্মত নয় উল্লেখ করে তিনি আরো বলেন, বেআইনি কোনো কার্যক্রম মেনে নেবে না গুলশানবাসী। আমরা মানারাত স্কুল ও কলেজ এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি চাই না। মানারাত স্কুল ও কলেজ এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের কোনো অশুভ পাঁয়তারাকেও আমরা মেনে নেবো না। এর বিরুদ্ধে আমরা অব্যাহতভাবে আন্দোলন চালিয়ে যাবো।

স্কুলে শিশুদের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, যে আপনি একজন শিক্ষানুরাগী মানুষ। আপনি বলেছেন, যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে, সেখানে খেলার মাঠ থাকতে হবে। মানারাত স্কুলের মাঠ ইংরেজী মাধ্যমসহ অন্যান্য প্রতিষ্ঠানের স্থানীয় সকল শিক্ষার্থীরা খেলাধুলা করে। এখানে শিক্ষার্থীদের নানা রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। তাই এটিকে অক্ষত রাখতে আপনার পদক্ষেপ নেয়া উচিৎ।

তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীদের চাহিদা বেশি থাকায় মানারাত স্কুল তার নিজের জায়গায় অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে। যাতে আরো বেশি ছাত্র-ছাত্রীদের পড়া-লেখার সুযোগ করা যায়।

যেকোনো ষড়যন্ত্রকে রুখে দেয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা গুলশানবাসীর পক্ষ থেকে পরিষ্কার বলে দিতে চাই, মানারাত স্কুলের জায়গা নিয়ে কোনো রকমের ছলচাতুরি করা চলবে না। হাজার হাজার শিক্ষার্থীর জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না।

সমাবেশ ও মিছিলে গুলশানের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গুলশান ইন্টিগ্রেটি সেন্টারের সাংগঠনিক সম্পাদক রায়হানুল কবির ভুঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদ ভুইয়া, ব্যাংকার আহসানুল করিম, সাংবাদিক আশিক ইকবাল ও হামিদুর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence