আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন বিশ্ববিদ্যালয় ছাত্রী অনন্যা

১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৫ AM
অনন্যা চৌধুরী ফুল

অনন্যা চৌধুরী ফুল © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ঢাকা মেডিকেলের আইসিইউতে আছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনন্যা চৌধুরী ফুল (২১)। তিনি  ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সের বিবিএ বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী।  

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নতুন বাজার আমেরিকান দূতাবাসের পেছনের রাস্তায় দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, রিকশায় করে যাওয়ার সময় ‘নর্থ এন্ড কফি রোস্টারস’ এর একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।

আরও পড়ুনঃ প্রেমের বিয়ে না মানায় আত্মহত্যা বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের!

আহতের স্বজনরা জানান, অনন্যার বাবা-মা জীবিত নেই। এরপর থেকে সবুজবাগ পূর্ব বাসাবোতে খালা বেবি আক্তার ও মামা আ. মান্নানের বাসায় থাকতেন তিনি। সেখানে থেকেই পড়ালেখা করতেন।

অনন্যার বন্ধু খালিদ হাসান তালহার কাছ থেকে জানা যায়, বাবা-মা হারা অনন্যা বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন তার ব্রেইন এখন পর্যন্ত কাজ করছে না। এ ঘটনায় ‘নর্থ এন্ড’ কর্তৃপক্ষ আহত শিক্ষার্থী অনন্যার চিকিৎসার ব্যয় বাবদ কিছু অর্থ দিয়েছে। কিন্তু তারা চান নর্থ এন্ড যেন শেষ পর্যন্ত অনন্যার চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করে। 

এ বিষয়ে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইন-চার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, অনন্যা আইসিইউতে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে রাতে বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিপিএল মাতানো মার্কিন তারকাকে বহিষ্কার আইসিসির
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপির হামলায় উপজেলা সেক্রেটারি নিহতের ঘটনায় জামায়াত আমিরে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে শুরু তারেক রহমানের নির্বাচনী প…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage