২৫ হাজার বেতনে চাকরি আজহারী প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশনে, পদ ৯
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ১১:১৫ AM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী প্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’। প্রতিষ্ঠানটি ৮ পদে ৯ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ মে থেকে শুরু হয়েছে—চলবে ৭ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুনের মধ্যে গুগল ফরম পূরণের মাধ্যমে অথবা ই-মেইল পাঠিয়ে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: হাসানাহ ফাউন্ডেশন;
১. পদের নাম: সীরাহ মিউজিয়াম কো-অর্ডিনেটর;
পদসংখ্যা: ১টি;
২. পদের নাম: মক্তব কো-অর্ডিনেটর;
পদসংখ্যা: ১টি;
৩. পদের নাম: কারিকুলাম ডেভেলপার;
পদসংখ্যা: ২টি;
৪. পদের নাম: ভিডিও এডিটর;
পদসংখ্যা: ১টি;
৫. পদের নাম: ভিডিওগ্রাফার কাম ক্যামেরাম্যান;
পদসংখ্যা: ১টি;
৬. পদের নাম: ক্রিয়েটিভ ডিজাইনার;
পদসংখ্যা: ১টি;
৭. পদের নাম: কন্টেন্ট রাইটার;
পদসংখ্যা: ১টি;
৮. পদের নাম: রিসিপশনিস্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন (সব পদের ক্ষেত্রে): ২৫,০০০ টাকা;
আরও পড়ুন: ৪০ হাজার বেতনে চাকরি রেড ক্রিসেন্ট সোসাইটিতে, নিয়োগ জেলা পর্যায়ে
অন্যান্য সুযোগ-সুবিধা—
*বছবে ২টি ঈদ বোনাস;
*পারফরম্যান্স বোনাস ১টি;
*বার্ষিক বেতন বৃদ্ধি;
*প্রভিডেন্ট ফান্ড;
*যথাসময়ে প্রমোশন;
*হালাল কর্মসংস্থানের সুযোগ;
*সুশৃঙ্খল কর্ম-পরিবেশ;
আরও পড়ুন: ঢাকাসহ ৭ জেলায় এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন স্নাতকেই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। অথবা, hr@hasanahfoundation.com ঠিকানায় সিভি পাঠিয়ে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ সময়: আগামী ৭ জুন ২০২৫, রাত ১২টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে অথবা, এখানে ক্লিক করুন।