৭০ হাজার বেতনে আবাসিক ইনচার্জ নেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন, আবেদন স্নাতকেই

আবাসিক ইনচার্জ নিয়োগে আবেদন চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশনে
আবাসিক ইনচার্জ নিয়োগে আবেদন চলছে আস-সুন্নাহ ফাউন্ডেশনে   © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ‘আবাসিক ইনচার্জ’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাকযোগ, কুরিয়ারযোগে বা ই-মেইলের মাধ্যমে আগামী ৯ মে তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: আস-সুন্নাহ ফাউন্ডেশন;

পদের নাম: আবাসিক ইনচার্জ;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরণ: পূর্ণকালীন;

আরও পড়ুন: ৬৩ হাজার বেতনে চাকরি রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনে, আবেদন অনলাইনে

বেতন: ৭০,০০০ থেকে ১০০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে);

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর বয়স: ন্যূনতম ৩৫ বছর হতে হবে;

কর্মস্থল: ঢাকা;

আরও পড়ুন: ৩৭ হাজার বেতনে চাকরি রেড ক্রিসেন্ট সোসাইটিতে, আবেদন অনলাইনে

কাজের ক্ষেত্র—

*আবাসিক ভবনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করতে হবে;

*প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করা;

*আবাসন, প্রশিক্ষণ, খাবার ইত্যাদির মানোন্নয়নে পরামর্শ প্রদান ও বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ;

*শিক্ষার্থীদের সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

*রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সবার সঙ্গে নিয়মিত সমন্বয়;

আরও পড়ুন: ৩৮ হাজার বেতনে চাকরি বেসরকারি উন্নয়ন সংস্থায়, পদ ১৫

আবেদনের যোগ্যতা—

*অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*অবসরপ্রাপ্ত সামরিক বা প্রশাসনিক কর্মকর্তারা আবেদন করতে পারবেন;

*শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাপনাবিষয়ক কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

আরও পড়ুন: ২৬ হাজার বেতনে ৪ জেলায় নিয়োগ দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণ জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ডাক বা কুরিয়ারযোগে পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

আস-সুন্নাহ ফাউন্ডেশন; প্লট-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা-১২১২ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। এছাড়া ই-মেইলের মাধ্যমেও আবেদনপত্র পাঠাতে পারবেন, সে ক্ষেত্রে ই-মেইলের সাবজেক্টে পদের নাম ‘আবাসিক ইনচার্জ’ লিখে আবেদনপত্র পাঠিয়ে দিন career@assunnahfoundation.org মেইলে;

আবেদনের শেষ তারিখ: আগামী ০৯ মে ২০২৫;

আস-সুন্নাহ ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ