স্কুলের মালামাল লুটে নিলেন আওয়ামী লীগ নেতা

০৪ নভেম্বর ২০১৯, ০৯:৪১ PM

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মরচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল লুটে নিয়েছেন আশরাফুল কবির রানা নামে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা। তিনি উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

আজ সোমরার দুপুরের দিকে তিনি ওই বিদ্যালয়ের পুরাতন ভবন থেকে চেয়ার, বেঞ্চ, টেবিল, ঢেউটিনসহ বিভিন্ন ধরনের মালামাল লুটে নেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মরিচতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি অপসারণের জন্য সরকারিভাবে নিলাম ডাকার সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে (টিও) সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট নিলাম ডাকের কমিটি গঠন করা হয়। ওই পুরাতন ভবনটির সরকারি মূল্য নির্ধারণ করা হয় ৮৪ হাজার টাকা। গত ৩১ অক্টোবর নিলাম ডাকের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে আওয়ামী লীগ নেতা আশরাফুল কবির রানা ১ লাখ ১৮ হাজার টাকায় ভবনটি নেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন বলেন, আশরাফুল কবির রানা বিদ্যালয়ে পৌঁছে পুরাতন ভবনে রক্ষিত নিলাম ডাকের বহির্ভূত এক হাজার ইট, ৬ বান্ডিল ঢেউটিন, ১২টি বেঞ্চ, ২টি চেয়ার ও ২টি টেবিল নিয়ে যান। এসব মালামাল নেওয়ার সময় বাধা দিলে রানা ও তার লোকজন আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। ফলে আমি বিদ্যালয়ের মালামাল রক্ষা করতে পারিনি। তবে এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আশরাফুল কবির রানা বলেন, বিদ্যালয় থেকে নিলাম ডাকের বহির্ভূত কোনো মালামাল নেওয়া হয়নি। প্রধান শিক্ষক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিলাম ডাক কমিটির সভাপতি রাজিয়া সুলতানা বলেন, এ ঘটনাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। (সূত্র: কালেরকণ্ঠ)

পোস্টাল ভোটের ছবি শেয়ার করলেই এনআইডি ব্লক করবে ইসি
  • ০৪ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, কর্মস্থল ঢাকা
  • ০৪ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে বয়স গণনা যেদিন থেকে 
  • ০৪ জানুয়ারি ২০২৬
রাজশাহীকে টপকে টেবিলের শীর্ষে উঠল চট্টগ্রাম
  • ০৪ জানুয়ারি ২০২৬
টেকনাফে অভিযানে সিমেন্ট-ডিজেলসহ আটক ১৮ 
  • ০৪ জানুয়ারি ২০২৬
রাউজানে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা
  • ০৪ জানুয়ারি ২০২৬