প্রাথমিকের দুই শিশু ছাত্রকে পেটালেন শিশু ছাত্রীর বাবা

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দুই শিশু ছাত্র
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দুই শিশু ছাত্র  © টিডিসি ফটো

বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে কথা-কাটাকাটির জেরে দুই শিশু ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে এক শিশু ছাত্রীর বাবার বিরুদ্ধে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আমতলী উপজেলার চলাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত দুই ছাত্রকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত ছাত্রের বাবা মহসিন হাওলাদার দুপুরে আমতলী থানায় অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, উপজেলার চলাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় গতকাল রোববার বিকেলে ছুটির পর ওই শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। ফেরার পথে চার শিশু শিক্ষার্থী দুষ্টুমি করছিল। ওই সময় তাদের মধ্যে মনোমালিন্য হয়। এ বিষয়টি ওই ছাত্রী তার বাবা রাসেল গাজীকে জানায়।

আরো পড়ুন: জাবিতে তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু, আগের সর্বোচ্চ উপস্থিতি ৮৫ শতাংশ

এ ঘটনার জেরে  সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে শিশু ছাত্রীর বাবা রাসেল গাজী বিদ্যালয়ে এসে ফেরদৌস ফাহিম ও মোকছেদুলকে ডেকে নিয়ে যায়। পরে তিনি দুই ছাত্রকে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে জখম করে। দুই ছাত্রকে রক্ষায় শিক্ষক শহীদুল ইসলাম এগিয়ে আসলে তাকেও অভিভাবক রাসেল গালমন্দ করে।  

পরে খবর পেয়ে দুই ছাত্রের অভিভাবক ও স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং ভর্তি করা হয়। এ ঘটনায় ছাত্র মোকছেদুলের বাবা মহসিন হাওলাদার অভিযুক্ত রাসেল গাজী তার দুই সহযোগীর বিরুদ্ধে আমতলী থানায় অভিযোগ দায়ের করে। এ ঘটনার পর রাসেল গাজী ও তার সহযোগীরা গা ঢাকা দিয়েছে।

দুই ছাত্রের মা বলেন, ‘আমার ছেলে যদি অন্যায় করে থাকে, তাহলে শিক্ষকেরা বিচার করতে পারতেন। শিক্ষকেরা যদি বিচার করতে না পারতেন, তাহলে আমরা বিচার করতাম। কিন্তু কেন আমার ছেলেদের আরেক ছাত্রীর বাবা মারধর করবে? আমরা এ ঘটনার বিচার দাবি করছি।’

বিদ্যালয় সহকারী শিক্ষক মো. শহীদুল ইসলাম বলেন, ‘দুই ছাত্রকে ছাত্রী টুম্পার বাবা রাসেল গাজী মারধর করছিলেন। আমি তাঁকে নিষেধ করলে আমাকেও তিনি গালাগাল করেছেন।’

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ