প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি অযৌক্তিক: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন
প্রাথমিক শিক্ষকদের আন্দোলন  © ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘যেখানে প্রধান শিক্ষকদের ১০ গ্রেড নিয়ে এখনো কাজ চলছে। এখনো প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি। সেখানে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি করা কতটা যৌক্তিক আপনারাই চিন্তা করেন। সহকারী শিক্ষকদের এ দাবিতে আন্দোলন করা অযৌক্তিক।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ১২টি পিটিআইতে বিপিএড কোর্স চালুকরণ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন গণশিক্ষা উপদেষ্টা।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক শিক্ষকদের ৯টি সংগঠন রয়েছে। তারা মন্ত্রণালয়ে আমাদের সঙ্গে সভা করেছে। আমাদের সাথে আলোচনায় তারা কনভেন্স হয়েছে। তবে ভূঁইফোর চারটি সংগঠন রয়েছে। তারা পুরোপুরি একটি অযৌক্তিক দাবিতে আন্দোলন করেছেন। যেখানে প্রধান শিক্ষকদের ১০ গ্রেড নিয়ে এখনো কাজ চলছে। এখনো প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি। সেখানে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি করা কতটা যৌক্তিক আপনারাই চিন্তা করেন।’

তিনি বলেন, সবকিছুরই একটি প্রক্রিয়া রয়েছে। যেখানে প্রধান শিক্ষকরা এখনো ১০ম গ্রেড পাননি, সেখানে হুট করে একজনকে ১০ গ্রেড দিয়ে দেওয়া কি সম্ভব? যারা এ আন্দোলন করেছেন, তারা শিক্ষকদের ভুল বুঝিয়েছেন। তারা শিক্ষকদের ঢাকায় এনে হেনস্তার শিকার করেছেন। শিক্ষকদের কথা ছিল তারা শহিদ মিনারে সমাবেশ করবেন। অথচ শিক্ষকরা ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করল। এই ধরনের পরিস্থিতির জন্য দায়ী আন্দোলনের আয়োজকরা। যারা এ শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক দাবিতে আন্দোলন করছেন।’

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার নানা রোগে আক্রান্ত ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে। সাউন্ড গ্রেনেডে আহত হয়ে মারা যাওয়ার খবরটি সঠিক নয়।

গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় আমরা দুঃখপ্রকাশ করেছি। নিহতের পরিবারকে আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ