ঢাকায় থেকে হাজিরা খাতায় স্বাক্ষর করছেন শিক্ষক, ক্লাস নিচ্ছেন স্নাতক পড়ুয়া শিক্ষার্থী

নাজমা আক্তার
নাজমা আক্তার  © সংগৃহীত

নেত্রকোণার খালিয়াজুরীতে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিয়মিত শ্রেণিকক্ষে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করছেন।এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি ঢাকায় বসবাস করেও নিয়মিত হাজিরা দেখিয়ে বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা ভোগ করছেন।

অভিযুক্ত শিক্ষিকা নাজমা আক্তার। তিনি খালিয়াজুরী উপজেলার নূরারীপুর গ্রামের রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। বিদ্যালয় সূত্রে জানা গেছে, নাজমা ২০২৪ সালের ২৯ এপ্রিল যোগদানের পর থেকে নিয়মিতভাবে অনুপস্থিত থাকছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে। বিদ্যালয়ে বর্তমানে ৭৪ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক আছেন। কিন্তু হাজিরা খাতায় দেখা যায়, নিয়মিত না গেলেও নাজমা আক্তারের নামে প্রতিদিন স্বাক্ষর দেওয়া হচ্ছে।

তদন্তে জানা গেছে, বর্তমানে নাজমা আক্তার ঢাকায় অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে বিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন হেপি আক্তার নামে এক স্নাতক শিক্ষার্থী। শুধু ক্লাসই নয়, তিনিই নিয়মিত হাজিরা খাতায় নাজমা আক্তারের নামে স্বাক্ষর করে আসছেন তিনি।

জানতে চাইলে হেপি আক্তার বলেন, ‘নাজমা ম্যাডাম ঢাকায় আছেন। কয়েক মাস ধরে আমি তার ক্লাস নিচ্ছি। ম্যাডাম বলেছিলেন, হাজিরা খাতায় তার নামে স্বাক্ষর করতে—এটা আমার ভুল হয়েছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা আক্তার বলেন, ‘নাজমা আক্তার নানা উপায়ে আমাকে চাপ সৃষ্টি করে হাজিরা ঠিক রাখার চেষ্টা করেন। আমি ভয়ে শিক্ষা অফিসে কিছু বলতে পারিনি।’

অভিযোগের বিষয়ে নাজমা আক্তার বলেন, ‘আমি অসুস্থ থাকায় ঢাকায় আছি। হেপিকে দিয়ে হাজিরা করানো ঠিক হয়নি, এটা আমার ভুল।’

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু রায়হান বলেন, ‘একজন শিক্ষক বিদ্যালয়ে না গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করছেন—এটি গুরুতর অনিয়ম। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ