ঢাকায় উদ্বোধন হতে যাচ্ছে পাঁচটি দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়  © সংগৃহীত

শিশুদের মানসিক বিকাশ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন এলাকায় নির্মিত পাঁচটি আধুনিক ও দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হচ্ছে আগামী ১ জুন (রোববার)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রাজধানীর উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব ভবনের উদ্বোধন করবেন।

উদ্বোধন হতে যাওয়া নতুন বিদ্যালয় ভবনগুলো হলো: উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর ১ নম্বর সেকশনের ওয়াক আপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর ১২ নম্বর সেকশনের খলিলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরার দিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গেন্ডারিয়া ধুপখোলা মাঠ সংলগ্ন কোব্বাদ সরদার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৪ কোটি ৯৬ লাখ ৮ হাজার টাকা। নতুন ভবনগুলোর মধ্যে চারটি ছয়তলা ও চারতলা এবং একটি তিনতলা বিশিষ্ট। এসব ভবনে থাকবে ৭৫টি শ্রেণিকক্ষ ও শিক্ষক কক্ষ এবং ৮৯টি ওয়াস (WASH) ব্লক। ফলে প্রায় ২ হাজার ৬৯৬ জন শিক্ষার্থীর জন্য শিক্ষার পরিবেশ ও সুযোগ নিশ্চিত হবে।

এ প্রকল্পটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হচ্ছে। ঢাকা মহানগরী ও পূর্বাচলের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এই প্রকল্প চলমান রয়েছে। প্রকল্প অনুযায়ী, ঢাকা শহরের ১২টি থানায় মোট ১৩২টি বিদ্যালয় ভবন পুনঃনির্মাণ, ১০টি ভবন মেরামত এবং নতুন করে ১৪টি বিদ্যালয় ভবন নির্মাণ করা হবে।

২০২০ সাল থেকে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয়েছে ২০২৭ সাল পর্যন্ত। প্রকল্পটির জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ১ হাজার ৩৭২ কোটি ৮২ লাখ ৫৩ হাজার টাকা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence