কর্মবিরতি পালন করা শিক্ষকদের নিয়ে সভায় বসছেন প্রাথমিকের উপদেষ্টা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মে ২০২৫, ১০:৪৬ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০২:১২ PM
তিন দফা দাবি আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। গতকাল বুধবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন তারা। এতে প্রাথমিক শিক্ষায় অচলাবস্তার তৈরি হয়েছে। সমস্যা নিরসনে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, চলমান সংকট নিরসনে শিক্ষক নেতাদের সঙ্গে এ সভা আহবান করা হয়েছে। তবে সভা কখন হবে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি সূত্রটি।
এর আগে গত সোমবার থেকে তিন দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। কর্মসূচির দ্বিতীয় দিনে বিভিন্ন স্থানে বাধা এবং শোকজ করার অভিযোগ তোলা হয়।
সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো-
১. ‘কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১ (এগারো) তম গ্রেডে বেতন নির্ধারণ।’
২. ‘১০ বছর ও ১৬ব ছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।’
৩. ‘প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি সহ দ্রুত পদোন্নতি প্রদান।’