আইয়ুব খান-এরশাদের ন্যায় বর্তমান সরকারও টিক‌তে পার‌বে না: নুর

০২ অক্টোবর ২০২০, ১১:০২ PM
সমা‌বে‌শে বক্তব্য রাখছেন ভিপি নুর

সমা‌বে‌শে বক্তব্য রাখছেন ভিপি নুর © সংগৃহীত

বর্তমান সরকারের উন্নয়নের সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বলেছেন, ‘সরকার উন্নয়ন উন্নয়ন করে। আইয়ুব খানও উন্নয়নের কথা বলেছে, সে কি টিকতে পেরেছে? এরশাদ সরকারও উন্নয়নের কথা বলেছে, অনেক উন্নয়ন করেছে, সে কি টিকতে পেরেছে? পারে নাই। তারা স্বৈরাচারী পন্থায় জনগণের কাছে উন্নয়নের কথা বলেছে। কিন্তু নিষ্ঠুরভাবে তাদের পতন হয়েছে। তেমন এই সরকারও টিক‌তে পার‌বে না।’

আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত শ্রমিক-কর্মচারীর সকল ব‌কেয়া বেতন পরিশোধেরে দা‌বি‌তে এক সমা‌বে‌শে তি‌নি এসব কথা বলেন। এসময় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ খান, যুগ্ন আহবায়ক ফারুক হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নব্বই দশকের এরশাদ সরকার ও বর্তমান সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে ভিপি নুর বলেন, ‘স্বৈরাচার এরশাদ সরকার আর বর্তমান স্বৈরাচার সরকার, এই দুই স্বৈরাচার মিলে তৈরি হয়েছে বড় স্বৈরাচার। তারা এখন দেশের স্বার্থ দেখে না, জনগণের স্বার্থ দেখে না। ৯০-এ যারা স্বৈরাচারী সরকার ছিল, জনগণের রক্তে যাদের পতন হয়েছে। সেই স্বৈরাচাররা আজকের সংসদে গৃহপালিত বিরোধীদল।’

তিনি ব‌লে‌ন, ‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে হবে। এদেশে ভারতীয় দালালের কোনও ঠাঁই হবে না। যারা এদেশের জনগণের বিপক্ষ গিয়ে কাজ করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।’

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬