যারা এখন গুম করছে তাদের বিচার একদিন হবে: ইশরাক

  © ফাইল ফটো

প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, অচিরেই জনগণের সরকার প্রতিষ্ঠিত করে সকল গুমকৃত নেতাকর্মীদের খুঁজে বের করার উদ্যোগ নেয়া হবে। আর নিখোঁজ নেতাদের গুমের ঘটনায় যারা জড়িত তাদের বিচারেরে মাধ্যমে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে।

রোববার (৩০ আগস্ট) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে গুম করা সাতজন নেতাকর্মীর পরিবারের সার্বিক খোঁজখবর ও নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, অবৈধভাবে ক্ষমতাসীন এ সরকারের প্রত্যক্ষ মদদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিনা অপরাধে তুলে নিয়ে মানবতা বিরোধী জঘন্যতম অপরাধ করছেন। গুম হওয়া সেসব নেতাকর্মীদের পরিবার চরম দুর্দশায় দিনাতিপাত করছে, যা অত্যন্ত হৃদয় বিদারক।

এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর বিএনপির দফতর সম্পাদক মিন্টু, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস হোসেন। পরে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের বাসায় গিয়ে তার পরিবারেরও খোঁজখবর নেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence