সস্ত্রীক করোনা আক্রান্ত মির্জাপুরের এমপি একাব্বর হোসেন

  © সংগৃহীত

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য (এমপি) মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ও তার স্ত্রী ঝর্ণা হোসেন। গতকাল বুধবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই তাদের ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএইচএম) ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এমপির একমাত্র ছেলে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তাহরীম হোসেন সীমান্ত।

পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার প্রথমে ঝর্ণা হোসেন জ্বর ও শরীর ব্যথা অনুভব করলে রবিবার তিনি কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন। এরপর সোমবার তার পজিটিভ রিপোর্ট আসে। অন্যদিকে মঙ্গলবার এমপি একাব্বর হোসেনের জ্বর ও শরীর ব্যথা হলে বুধবার সকালে তিনি নমুনা দিলে বিকেলে তার রিপোর্টও পজিটিভ আসে।

গতকাল বিকেলে এমপি একাব্বর হোসেন ও ঝর্ণা হোসেনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তারা তীব্র জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করলে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। পরে তাদের ধানমন্ডির নিজস্ব বাসা থেকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয় বলে এমপি পুত্র তাহরীম হোসেন সীমান্ত ফোনে জানিয়েছেন।

 


সর্বশেষ সংবাদ