আজ আম্মুর ২য় মৃত্যুবার্ষিকী, দোয়াপ্রার্থী

মায়ের সঙ্গে গোলাম রাব্বানী
মায়ের সঙ্গে গোলাম রাব্বানী  © ফেসবুক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) জিএস গোলাম রাব্বানীর মায়ের ২য় মৃত্যুবার্ষিকী আজ রবিবার (১৯ জুলাই)। তার মায়ের আত্মার শান্তি কামনা করে এদিন তিনি এতিমখানা ও মাদ্রাসায় খাদ্যসামগ্রী ও মসজিদে মিলাদ-মাহফিলের আয়োজন করেছেন।

এক ফেসবুক স্ট্যাটাসে রাব্বানী জানান, ঢাকার মোহাম্মদপুর এলাকার ‘মোহাম্মদী আশরাফুল মাদ্রাসা ও এতিমখানা’ এবং যাত্রাবাড়ী এলাকার ‘জামিয়াতুল আনোয়ার ঢাকা’ নামের দু’টি এতিমখানা ও মাদ্রাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

তিনি বলেন, একইসঙ্গে নিজ শহর মাদারীপুর, রাজৈর উপজেলার পাঁচটি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের এতিম শিশুদের জন্যেও খাদ্যসামগ্রী প্রেরণ করা হয়েছে। এছাড়া স্থানীয় মসজিদগুলোতে মিলাদের আয়োজন করা হয়েছে। আম্মুর আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়াপ্রার্থী।

মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যসামগ্রী পৌঁছে দেন রাব্বানী

পৃথক ফেসবুক স্ট্যাটাসে গোলাম রাব্বানী লিখেছেন, ‘‘ছোটবেলা থেকে প্রচন্ড ডানপিটে ছেলেটার বড় হবার প্রতিটি ধাপ, লেখাপড়া, রেজাল্ট, মানবিক গুণাবলী, রাজনীতির হাতেখড়ি থেকে মানুষকে ভালোবাসতে শেখানো, আর্ত মানবতার তরে কাজ করার সদিচ্ছা... যৎসামান্য যা কিছু ইতিবাচক অর্জন, তার প্রায় পুরোটাই আমার আম্মুর সৌজন্যে।

আমাদের দুই ভাইকে বড় করতে, সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে জীবনে অনেক কষ্ট করেছেন, নিজের সব সাধ-আহলাদ জলাঞ্জলি দিয়ে সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন। সীমিত সামর্থ্যের মধ্যেও আমাদের দুই ভাইয়ের কোন আবদার, চাওয়া-পাওয়া কভু অপূর্ণ রাখেননি।

মাদ্রাসায় এক শিক্ষার্থীর কোরআনের পাঠ শুনছেন রাব্বানী

প্রচন্ড অসুস্থ অবস্থায়ও ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, রোজা রাখতেন। কী দুর্ভাগা আমরা, সেই মহীয়সী মায়ের সেবা করার সুযোগটুকু পেলাম নাহ। আল্লাহ তাঁর প্রিয় বান্দাকে তাঁর কাছে নিয়ে গেছেন। আজ আম্মুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ইয়া আল্লাহ, আমি ইহজীবনে যদি কোন ভালো কাজ করে থাকি, তার সওয়াব যেন আমার আম্মু পান। আপনি তাঁর জন্য জান্নাতুল ফেরদৌসের ফায়সালা করে দিন।’’

প্রসঙ্গত, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশার বাসিন্দা আবদুর রশিদ মিয়ার স্ত্রী ও গোলাম রাব্বানীর মাতা ২০১৮ সালের ১৯ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে তার নিজ গ্রাম বদরপাশায় তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়।


সর্বশেষ সংবাদ