মেয়াদ শেষ হওয়ার দু’মাস আগে জাসাসের পূর্ণাঙ্গ কমিটি

২৪ নভেম্বর ২০১৯, ০৮:৪১ AM
জাসাস-এর সভাপতি অধ্যাপক ড. মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক হেলাল খান

জাসাস-এর সভাপতি অধ্যাপক ড. মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক হেলাল খান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন আহমেদকে সভাপতি এবং চিত্রনায়ক হেলাল খানকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

২০১৭ সালের ১৯ জানুয়ারিতে ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সে অনুযায়ী ২০২০ সালের জানুয়ারিতে এ কমিটির মেয়াদ শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার মাত্র দু’মাস আগে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে জাসাস।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসাসের ১৮৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুমোদন করেছেন। কমিটিতে উপদেষ্টা হিসেবে ২৩ জনকে মনোনীত করা হয়েছে। কমিটির মেয়াদ দেয়া হয়েছে ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত। কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন অভিনেতা বাবুল আহমেদ।

কমিটিতে সহসভাপতি হয়েছেন মনিরুজ্জামান মনির, ছড়াকার আবু সালেহ, আনিসুল ইসলাম সানি, ইথুন বাবু, সালাউদ্দিন মোল্লা, মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর শিকদার, জাহাঙ্গীর আলম রিপন, লিয়াকত আলী, শাহরিয়ার ইসলাম শায়লা, হাসান চৌধুরী, জাহেদুল আলম হিটো, মীর সানাউল হক, শায়রুল কবির খান, আবু সাঈদ খান, শামসুল আলম, ড. রিজিয়া জোবেদ, শামসুদ্দিন দিদার, এসএম মনিরুল ইসলাম, শরীফ মাহমুদুল হক সঞ্চয় ও কেএম খালেকুজ্জামান জুয়েলসহ ৪০ জন।

এছাড়া পূর্ণাঙ্গ এ কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন রোকন।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬