ডাকসু ভিপি বিবাহিত হয়ে দায়িত্ব পেলে ছাত্রদল নেতারা কেন পাবে না?

৩১ অক্টোবর ২০১৯, ১১:৩৭ AM

© টিডিসি ফটো

কমিটিতে স্থান দেয়ার দাবিতে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচী পালন করছেন ছাত্রদলের বিগত কমিটির অর্ধশতাধিক বিবাহিত নেতাকর্মী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ সংগঠনটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশমুখে অনশন কর্মসূচি শুরু করেন।

বুধবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে এ কর্মসূচি পালন করছেন বিবাহিতরা। সাবেক কমিটির নেতা-কর্মীদের দাবি, শুধুমাত্র ‘বিবাহিত’ এই অজুহাতে সংগঠনের আসন্ন পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। ছাত্রদলের রাজনীতি করার সব যোগ্যতা থাকা সত্ত্বেও রাজপথের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের উদ্দেশ্য প্রনোদিত ভাবে পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দেয়ার পায়তারা হচ্ছে।

আমরণ অনশনরত ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বললে তারা জানান, তারা বাধ্য হয়ে আমরণ কর্মসূচি পালন করছেন। অনশন কর্মসূচি পালনের আগে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে তারা একাধিকবার বৈঠক করেছেন। কিন্তু কেউ তাদের স্পষ্ট করে কোনও আশ্বাস দিতে পারেননি।

এবিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের বিগত কমিটির যোগাযোগ বিষয়ক সহ সম্পাদক মাহমুদুল আলম শাহীন বলেন, ‘১০ শতাংশ ভোট যারা পাবে না তাদের কমিটিতে স্থান দেয়া হবে না, এটি কাউন্সিলের আগে বলা হলেও এখন তা উপেক্ষা করেই তাদের কমিটিতে স্থান দেয়া হয়েছে। অথচ শুধুমাত্র বিবাহিত এই অজুহাতে ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেয়া হচ্ছে না। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না।’

তিনি আরো বলেন, ‘ডাকসুর ভিপি নুরুল হক নুর বিবাহিত হয়েও যদি তার দায়িত্ব পালন করতে পারে, আমরা কেন পারবোনা? আমারা দলের প্রয়োজনে সব সময় দলের পাশে ছিলাম। আমাদের বাদ দিয়ে কমিটি করা হলে সেই কমিটি খুব একটা গ্রহণযোগ্য হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।’

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে ২৮ বছর পর ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইকবাল হোসেন শ্যামল।

তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘মির্জা আব্বাসের এলাকা’ দাবি করে প্রচারণায় বাধা যুবদল নেতার…
  • ২৯ জানুয়ারি ২০২৬