© ফাইল ফটো
সকল অশুভ শক্তিকে বিনাশ করে বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
রোববার (০৬ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নিজ সংসদীয় এলাকা ঢাকা-২ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে একথা বলেন তিনি।
নিজ এলাকার ছোট-বড় প্রায় ৯০টি মণ্ডপ পরিদর্শন করেন তিনি। পাশাপাশি প্রতিটি মণ্ডপ কর্তৃপক্ষের হাতে তুলে দেন অনুদানের অর্থ। এসময় কামরুল ইসলাম দেশ থেকে সকল দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক ও চাঁদাবাজি বন্ধে সরকারের এই অভিযানের ভূয়সী প্রশংসা করেন। বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।