রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী বহাল রাখার দাবি

১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৩ PM
মানববন্ধন

মানববন্ধন

রংপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী রাখার দাবিতে মানববন্ধন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ রংপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখের সভাপতিত্বে নৌকার প্রার্থীকে বহাল রাখার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কানন, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাইফুর রহমান শামীম, ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান তুষার, এ. কে পার্থ প্রামাণিক, মামুন-অর রশীদ, শাওন আহমেদ শুভ, মারুফ ভুঁইয়া, জুয়েল আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বারবার রংপুরের এই গুরুত্বপূর্ণ আসনটি মহাজোটের কারণে ছেড়ে দিতে হয়েছে। জাতীয় পার্টি দীর্ঘদিন আসনটি ধরে রাখার কারণে আমরা শুরু থেকেই উন্নয়ন থেকে বঞ্চিত। এবার আর কোন প্রকার ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে এই আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনীত প্রার্থী রেজাউল করিম রাজুকে উন্নয়নের জন্য বহাল রাখতে হবে।

বক্তারা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রতীক নৌকা তাই এই আসনে নৌকার প্রার্থী রেজাউল করিম রাজুর বিকল্প নাই। সদর আসনে রাজুকে বহাল রাখার দাবি জানান নেতাকর্মীরা।

জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২
  • ২৯ জানুয়ারি ২০২৬
তরুণদের চোখে নির্বাচন ও আগামীর বাংলাদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage