ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের বিভিন্ন দলের লোগো © টিডিসি সম্পাদিত
২৫৩ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শরিক দলগুলোর আসন সংখ্যা ঘোষণা দেন।
৮টি দলের যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে যাত্রা শুরুর পর আজ বৃহস্পতিবার এই জোটের চূড়ান্ত রূপ দাঁড়ালেও অন্যতম প্রধান শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে এখনও ধোঁয়াসা কাটেনি। তাদের বাদ রেখেই আসন সংখ্যা ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আসনও চূড়ান্ত হয়নি। এ অবস্থায় ৪৭টি আসন ফাঁকা রাখায় প্রশ্ন উঠেছে, ইসলামী আন্দোলনের জন্য কতটি আসন বরাদ্দ রাখছে জামায়াত?
সংবাদ সম্মেলনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ২৫৩টি আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭, আমার বাংলাদেশ (এবি পার্টি) ৩, নেজামে ইসলাম পার্টি ২ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসনে নির্বাচন করবে। তিনি বলেন, ফাঁকা থাকা আসনগুলো সমঝোতার ভিত্তিতে পরবর্তীতে ঘোষণা করা হবে।
এদিকে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এখনও ইসলামী আন্দোলনের অংশীদারত্ব নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছে জামায়াত। এক্ষেত্রে তাদের জন্য নির্ধারিত আসন ফাঁকা রেখেই আজকের সংবাদ সম্মেলনে বাকি আসনগুলো ঘোষণা করা হয়েছে। সূত্র বলছে, ৪৭টি আসনের মধ্যে ৪৫টি ইসলামী আন্দোলনের জন্য রাখতে চায় জামায়াত। এর বাইরে একটি আসন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং একটি আসন খেলাফত আন্দোলনের জন্য বরাদ্দ থাকবে।