এনসিপির ১৯ নেতাসহ তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ PM
খাগড়াছড়িতে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে

খাগড়াছড়িতে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে © সংগৃহীত

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদধারী ১৯ জন নেতাসহ তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। 

সোমবার(৫জানুয়ারি) বিকেলে শহরের আদালত সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে অন্তর্ভুক্ত হন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যোগদানকারী এনসিপির নেতৃবৃন্দ অভিযোগ করেন, এনসিপির দক্ষিণাঞ্চলীয় সংগঠক মনজিলা ঝুমা সাংগঠনিক নিয়ম-নীতি লঙ্ঘন করে দল পরিচালনা করছেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর যে লক্ষ্য ও আদর্শ নিয়ে এনসিপি গঠিত হয়েছিল, বর্তমানে দলটি সেই পথ থেকে সরে এসেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, এনসিপি এখন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনী রাজনীতিতে যুক্ত হয়েছে, যা পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। এসব কারণেই তারা এনসিপি থেকে পদত্যাগ করে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক ও জননন্দিত নেতা ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপিতে যোগদানকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আদনান মাহিনসহ মোট ১৯ জন পদধারী নেতা। এ ছাড়া খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে নতুন সদস্যরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি পাহাড়ে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। বিএনপি কোন পারিবারিক বা ব্যক্তিগত সংগঠন নয়, বিএনপি এদেশের সকল সম্প্রদায়ের, সকল ধর্মের সংগঠন। আজ যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন শক্তি যোগ করবে। 

তিনি নতুন নেতাকর্মীদের স্বাগত জানিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

ইরানের পতাকাই পরিবর্তন করে ফেলল ইলন মাস্কের 'এক্স'
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে ইয়াবা সেবনকালে ২ শিক্ষার্থী আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার দুই ঘনিষ্ঠজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
‘অনেক দেরি হয়ে যাওয়ার আগেই চুক্তি করুন’: কিউবাকে ট্রাম্পের …
  • ১২ জানুয়ারি ২০২৬
চবির সেই শিক্ষককে হেনস্থায় ঢাবি সাদা দলের উদ্বেগ, জড়িতদের ব…
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9