দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় রাতে চাঁদা আদায়ের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসানসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারেয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক অন্য ব্যক্তি হলেন ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের বেলায় অভিযুক্তরা একটি বাড়িতে গিয়ে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুজনকে আটক করে থানায় খবর দেন। এ সময় তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
আরও পড়ুন: একের পর এক ‘হেভিওয়েট’ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, শুরুতেই ভোটের মাঠে ধাক্কা খেল জামায়াত
এ ঘটনায় রোববার সকালে সন্তোষ কুমার রায় বাদী হয়ে বোচাগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে একটি মোটরসাইকেল, লোহার পাইপ, স্টিলের লাঠি ও একটি ছোট ভিডিও ক্যামেরা জব্দ করেছে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।