খালেদা জিয়ার মৃত্যু 

এখন পর্যন্ত ২৮ দেশের কূটনীতিকের শোক বইয়ে স্বাক্ষর

বিভিন্ন দেশের কূটনীতিকের শোক বইয়ে স্বাক্ষরের ছবি
বিভিন্ন দেশের কূটনীতিকের শোক বইয়ে স্বাক্ষরের ছবি  © সংগৃহীত ও সম্পাদিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শোক বই খুলেছে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রথম দিন শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম চলবে। 

এদিকে শোক বই খোলার প্রথম ৪ঘন্টায় সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২৮ দেশের কূটনীতিক স্বাক্ষর করেছেন। রাত ৯ টা পর্যন্ত বইয়ে স্বাক্ষর কার্যক্রম চলবে বলে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে। 

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, এখন পর্যন্ত চীন, ভারত, পাকিস্তান, জার্মানী, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান, ব্রাজিলসহ মোট ২৮ টি দেশের কূটনীতিক শোক বইয়ে স্বাক্ষর করেছেন। 

তিনি জানান, শোক বই স্বাক্ষরে সমন্বয় করছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক, বিএনপির নির্বাহী কমিটি সদস্য তাবিথ আউয়াল, জেবা খান ও গিয়াসউদ্দিন রিমন।

শায়রুল জানান, এছাড়াও আরও একটি শোক বইয়ে স্বাক্ষর করেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজন। এদের মধ্যে রয়েছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, মেজর জেনারেল (অব.) মুনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মেজর জেনারেল (অব.) এটিএম ওয়াহাব, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, ইসলামী আন্দোলন সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়েজুল করিম, জাতীয় নাগরিক পার্টির আহ্বাবায়ক নাহিদ ইসলাম চিন্তাবিদ ফরহাদ মজহার, জাতীয় দলের সাবেক প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ।

রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের বইয়ে স্বাক্ষর বইয়ে সমন্বয় করছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!