সন্ত্রাস, অপপ্রচার দিয়ে শিবিরকে দমিয়ে রাখা যাবে না: মিয়া গোলাম পরওয়ার

বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার
বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার  © টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সন্ত্রাস দিয়ে ব্যর্থ হয়ে একটি চক্র এখন মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে ইসলামী ছাত্রশিবিরের অগ্রযাত্রা রুখে দেওয়ার চেষ্টা করছে। তবে জাতি কখনো এসব অপপ্রচার বিশ্বাস করেনি, ভবিষ্যতেও করবে না।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের এ সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন একটি জাহেলি আঘাত পেরিয়ে ইসলামী ছাত্রশিবির অদম্য, মৃত্যুভয়হীন চেতনার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, সেখানে ইসলামী ছাত্রশিবির ছিল দুঃসাহসী ও বিজয়ী একটি শক্তিশালী লিংক।

মিয়া গোলাম পরওয়ার বলেন, অনেক ত্যাগ, আত্মদান ও শাহাদাতের রক্তের বিনিময়ে আজ আমরা এই পর্যায়ে এসেছি। একটি কালো যুগ পেছনে ফেলে সামনে নতুন যাত্রা শুরু হয়েছে। এই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি অভিযোগ করেন, আধিপত্যবাদবিরোধী ইসলামী ছাত্রশিবির ও ইসলামী জনতার এই সংগ্রামকে থামাতে না পেরে একটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। ইতিহাস প্রমাণ করে, কোনো আদর্শবাদী আন্দোলনকে যুক্তি, নৈতিকতা ও আদর্শ দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হলে প্রতিপক্ষ মিথ্যাচার ও অপপ্রচারের আশ্রয় নেয়।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবিরকে কখনো সন্ত্রাস দিয়ে, কখনো মিথ্যা অপবাদ দিয়ে দমিয়ে রাখা যাবে না। রাজনৈতিক পরিবর্তনের পর সত্য উদঘাটিত হয়েছে এবং চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ জনগণ অপপ্রচারের অসারতা প্রমাণ করেছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!