৩০০ ফিট এলাকায় জনসমাগম বাড়ছে, মুখে মুখে ‘লিডার আসছেন’

২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ AM
৩০০ ফিট এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে

৩০০ ফিট এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে © সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত থেকেই কুড়িল বিশ্বরোড থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো এলাকা বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নিতে শুরু করেছে।

৩০০ ফিট এলাকা ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী রাতেই সমাবেশস্থলে জড়ো হয়েছেন। অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটানোর প্রস্তুতি নিয়েছেন। নেতাকর্মীদের ভাষায়, প্রিয় নেতার দেশে ফেরার এই রাত তাদের কাছে ‘চাঁদরাতের’ মতো আনন্দঘন।

এলাকাজুড়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। সর্বত্রই শোনা যাচ্ছে একটি স্লোগান—‘লিডার আসছেন’। স্লোগান, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো ৩০০ ফিট এলাকা যেন এক বিশাল উৎসবকেন্দ্রে পরিণত হয়েছে।

নেতাকর্মীদের খাবার ও পানির চাহিদা মেটাতে পথে পথে হকারদের খাবার ও পানির পসরা বসাতে দেখা গেছে। কিছুদূর পরপর স্পিকার লাগানো ট্রাক ও বাসে গান বাজছে, যা সমবেত নেতাকর্মীদের আরও উজ্জীবিত করছে।

রাত ৯টার দিকে সংবর্ধনা মঞ্চ এলাকা পরিদর্শনে যান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলম। তার সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পুরো এলাকাজুড়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীরা তাদের অনুভূতির কথা জানান। রংপুর থেকে আসা বিএনপি কর্মী রাজু আহমেদ বলেন, বহু বছর পর নেতার দেশে ফেরা তাদের কাছে উৎসবের দিন। জামালপুরের সরিষাবাড়ি থেকে আসা রফিকুল ইসলাম জানান, দীর্ঘ সময়ের অপেক্ষা ও নির্যাতনের পর এই দিনটি তাদের কাছে বিশেষ আনন্দের। কুড়িগ্রামের রৌমারী থেকে আসা নুর আলম খান হিরো বলেন, ১৭ বছর পর নেতার প্রত্যাবর্তন উদযাপন করতে তিনি আগেভাগেই ঢাকায় চলে এসেছেন।

দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিট এলাকার সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে সড়কের পাশে নির্মাণ করা হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ। গত রোববার থেকে দিন-রাত পরিশ্রম করে মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে।

৪৮ ফুট বাই ৩৬ ফুট আয়তনের মঞ্চ নির্মাণকাজে অভ্যর্থনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করেছেন। সমাবেশকে ঘিরে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করে বলেন, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হতে পারে। তার মতে, ২৫ ডিসেম্বর ৩০০ ফিট এলাকা মানুষের মহামিলন ও মহা মেলায় পরিণত হবে।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে জাতীয়-আন্তর্জাতিক পর্য…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার বিদায়ে নিশ্চিত হলো প্লে-অফের ৪ দল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9