তারেক রহমানের দেশে ফেরার একদিন আগেই ৩০০ ফিটে বিএনপি নেতাকর্মীদের ঢল

২৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ PM
রাজধানীর ৩০০ ফিটে বিএনপি নেতাকর্মীদের ঢল

রাজধানীর ৩০০ ফিটে বিএনপি নেতাকর্মীদের ঢল © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের আগমন উপলক্ষে উদ্দীপনায় ভাসছেন দলটির নেতাকর্মীরা। ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখতে যাওয়া দলনেতাকে বরণ করে নিতে একদিন আগেই পূর্বাচলগামী ৩০০ ফিট সড়কে ঢল নেমেছে নেতাকর্মীদের।ইতোমধ্যে সংবর্ধনার জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) সরেজমিনে এসব দৃশ্যই চোখে পড়ে। বিএনপি নেতাকর্মীরা বলছেন, মঞ্চ এমনভাবে প্রস্তুত করা হয়েছে যেন সড়কের দুই পাশ কভার করা যায়। একইসঙ্গে নেতাকর্মীদের জন্য বিভিন্ন অংশে এলইডি স্ক্রিনের ব্যবস্থা থাকবে।

কুমিল্লা থেকে আগত বিএনপি কর্মী আব্দুল গফুর অনুভূতি ব্যক্ত করে বলেন, আমাদের ঈদের মত আনন্দ লাগছে। আমি চারদিন হয়ে গেছে এখানে এসেছি। আমরা আরাফাত রহমান কোকোর জানাযাতেও আসতে পারিনি। ১৭ বছর পর তারেক রহমান দেশে আসছেন। ইনশাআল্লাহ তিনি আগামী দিনে সরকার গঠন করবেন।

পটুয়াখালী থেকে দল বেঁধে গতকাল মঙ্গলবার এসেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলা মহিলা দলের নেতাকর্মীরা সড়ক বিভাজকের উপর একসঙ্গে বসে ছিলেন। তারা বলছেন, আগামীকাল আমাদের ঈদের দিন। ধৈর্য ধরে থাকতে পারিনি, তাই গতকালই চলে এসেছি। আমরা এখানে গান করছি, স্লোগান ধরছি। ১৭ বছর আমাদের নেতাকে দেখতে পারিনি, তাকে দেখার জন্য চলে এসেছি।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের (জাসাস) মহানগর দক্ষিণের বিলুপ্ত কমিটির জয়েন্ট সেক্রেটারি ও জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দীন মোহাম্মদ দুলু বলেন, মামলা-হামলা থেকে মুক্তি পাওয়ার পর, ঘুম হারাম হওয়া থেকে সুন্দর একটা পরিবেশ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে তারেক রহমান পদার্পণ করছে, এটাতে আমরা ভীষণ খুশি। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় আমাদের দুঃখ থেকে গেছে। এরপরেও নেতাকে দেখব, এটি আমাদের মাঝে আনন্দ এনে দিয়েছে।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9