অধ্যক্ষ সেলিম ভূইয়ার বিরুদ্ধে একজোট বিএনপির চার মনোনয়ন প্রত্যাশী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ PM
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়ার মনোনয়ন বাতিলের দাবিতে একজোট হয়েছেন ওই আসনের মনোনয়ন প্রত্যাশী চার নেতা। এ নিয়ে একসঙ্গে তারা সংবাদ সম্মেলনও করেছেন।
তারা হলেন-জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং হোমনা জাগদল ও বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও সাবেক সভাপতি মো. মাহফুজুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ও অবসরপ্রাপ্ত উপসচিব ইঞ্জিনিয়ার এমএ মতিন খান, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজ মোল্লা এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণ সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না।
গত ৪ ডিসেম্বর এই আসনে শিক্ষক নেতা সেলিম ভূঁইয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) হোমনা উপজেলায় সংবাদ সম্মেলনে এ দাবি জানান মনোনয়ন প্রত্যাশীরা।
সংবাদ সম্মেলনে এসব নেতা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি কর্তৃক কুমিল্লা-২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। একজন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হোমনা তিতাসের জনগণ দীর্ঘদিন অধীর আগ্রহে অপেক্ষারত। আসন্ন জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ধানের শিষ প্রতীককে বিজয়ী করতে জনগণ বদ্ধপরিকর।
তারা বলেন, এই আসন হোমনা ও তিতাস উপজেলার সমন্বয়ে গঠিত। এই দুই উপজেলা থেকে কোনো প্রার্থীকেই ধানের শিষের মনোনয়ন দেওয়া হয়নি। আমাদের প্রিয় দল বিএনপি থেকে ঘোষিত প্রার্থী মেঘনা উপজেলার বাসিন্দা এবং এ দুই উপজেলার গণ মানুষের কাছে সুপরিচিত নয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক থাকাকালীন এ আসনে শক্তিশালী দলীয় কমিটি তৈরিতে ব্যর্থতা ও কমিটি নিয়ে বাণিজ্য, অসততার অভিযোগ দলীয় নেতাকর্মীদের মুখে মুখে। এর ফলে এই আসনের প্রায় তিন লাখ ভোটার বিএনপি ঘোষিত প্রার্থীকে মেনে নিতে অপারগতা প্রকাশ করছে।
তারা আরও বলেন, দলীয় ভাবমূর্তি বিবেচনায় ও দলীয় শৃঙ্খলা মেনে আমরা কুমিল্লা-২ তথা হোমনা তিতাসের প্রার্থীরা সকল প্রকার প্রতিবাদ মিছিল, সমাবেশ করা থেকে আজ অবধি বিরত থেকেছি। আমরা প্রার্থীগণ আমাদের প্রিয় দল বিএনপি তথা প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। দেশ গঠনে জনগণের দোরগোড়ায় ৩১ দফা পৌঁছে দিয়েছি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কখনো কোনো কাজ আমরা করিনি।
‘‘এ অবস্থায় অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বর্তমান প্রার্থীর নাম ঘোষণার সাথে সাথে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এ আসনের জনমনে অস্বস্তি ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রার্থীকে নিয়ে তার নানান বিতর্কিত কাজ জনতার মুখে মুখে। এ অবস্থায় আমরা ধানের শীষকে বিজয়ী করতে জনগণের কোনরূপ সহায়তা পাচ্ছি না।’’
দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে জানাতে চাই আসন্ন সংসদ নির্বাচনে বর্তমান প্রার্থী বহাল থাকলে এ আসনে আমরা নিম্নলিখিত বিষয়ের আশঙ্কা করছি- এক, হোমনা তিতাসের জনগণ এই আসনের বাইরের কাউকে অতীতে কখনো বিজয়ী করেনি এবং তা এ আসনের জনগণের মনস্তত্ত্বের বিরোধী হওয়ায় বর্তমান প্রার্থী পরাজিত হতে পারে; দুই, নির্বাচনে সাধারণ ভোটারের একটি বড় অংশ ধানের শিষে ভোটদান থেকে বিরত থাকতে পারে; তিন, বিএনপির বিরোধী দল তুলনামূলকভাবে দুর্বল হলেও ভুল প্রার্থী নির্বাচন করলে বিরোধীরা শক্তিশালী হয়ে উঠতে পারে; চার, হোমনা তিতাসের বাইরের প্রার্থীর কারণে বিএনপির বিরোধীরা ইলেকশন ইঞ্জিনিয়ারিংসহ নানান কূটকৌশল ব্যবহার করে ধানের শীষকে পরাজিত করতে পারে; পাঁচ, ঘোষিত প্রার্থীর নিজ দলের ভোটারের বাইরে অন্যান্য ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা না থাকায় নির্বাচনে জয়লাভকে কঠিন করে তুলবে।
সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, উপর্যুক্ত বিষয়গুলো বিবেচনাপূর্বক সাধারণ ভোটারদের অভিপ্রায় হিসেবে আমরা হোমনা তিতাসের সকল প্রার্থী এই মর্মে একাত্মতা ঘোষণা করছি যে, আমাদের হোমনা তিতাসের বাইরে কোনো বহিরাগত প্রার্থীকে আমরা গ্রহণ করবো না এবং আমাদের মাঝে যে প্রার্থীকে দল নমিনেশন প্রদান করবে আমরা সকলেই তা সানন্দে গ্রহণ করবো ও বিজয়ী করার জন্য নিরলসভাবে কাজ করে যাবো।