নিজের জনসভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বক্তৃতার সুযোগ দেবেন শিশির মনির

শিশির মনির
শিশির মনির  © সংগৃহীত

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিজের নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সুযোগ দেবেন বলে জানিয়েছেন, সুনামগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী ও সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির। তিনি বলেছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমার নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেব। আর জনগণকে আমরা বলব, এই দুই প্রার্থীর মধ্যে কোনজন ভালো আপনারা সিলেক্ট করে নেন। দেশের বেসরকারি টেলিভিশনের এক টকশোতে তিনি এমন মন্তব্য করেন। 

শিশির মনির বলেন, রাজনীতিতে এসেছি পুরাতন রাজনৈতিক কালচারের ঘানি টানার জন্য নয়। আমি এসেছি ইচ্ছে করে, নতুন উদাহরণ তৈরি করতে। এই নতুন উদাহরণ যদি আমি তৈরি করতে না পারি তাহলে অট্টালিকার জীবন ছেড়ে গ্রামেগঞ্জে ঘোরার কোন অর্থ হয় না।

তিনি বলেন, বিকল্প নতুন একটি রাজনৈতিক কালচার গড়ে তুলতে চাই। তার মধ্যে প্রথম হলো আমি যদি নির্বাচিত হই এবং যিনি প্রতি পরাজিত হবে তাকেও আমি সকল কমিটিতে অংশগ্রহণ করাবো এবং যে বা যারা এখানে নির্বাচিত হবেন না তাদেরকেও আমি বিভিন্ন কমিটির সভাপতির দায়িত্বে নিয়োজিত করব। আমি মনে করি, আমি নির্বাচিত হলে সারাদেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯ আসনের লোকেরা দিরাইশাল্লাহ রাজনৈতিক কালচার থেকে নতুন কিছু শিক্ষার সুযোগ পাবে। তার একটা এক্সাম্পল আমি এবার ইলেকশনে ঘটাবো। সেটা আমাদের যে সমস্ত নির্বাচনী জনসভা আয়োজন করব সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেব।


সর্বশেষ সংবাদ