কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী সাবেক রাষ্ট্রপতি হামিদের শ্যালক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৩:৫২ PM
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে জামায়াতে ইসলামী কর্নেল (অব.) অধ্যাপক ডা. জেহাদ খানকে প্রার্থী ঘোষণা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াত আমির অধ্যাপক মো. রমজান আলী।
ডা. জেহাদ জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত। এর আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদরোগ বিভাগের প্রধান ছিলেন।
তিনি দুইবারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক এবং জেলার করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ গ্রামের সন্তান।
এ আসনের পূর্ববর্তী সংসদ সদস্য ছিলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু। ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হওয়ায় তিনি বর্তমানে চাপের মধ্যে রয়েছেন। তবে দল নির্বাচনে অংশ নিলে তিনিও আবার প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে।