চিকিৎসা বোর্ড মনে করলে খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হবে : ডা. জাহিদ

২৯ নভেম্বর ২০২৫, ১০:২০ PM
ভারকেয়ার হাসপাতাল গেটে ব্রিফিং করছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

ভারকেয়ার হাসপাতাল গেটে ব্রিফিং করছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন © সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সারা দুনিয়ার সবচেয়ে উন্নত, ভালো চিকিৎসা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা চলছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার ব্যাপারে কোনো ছাড় দিচ্ছেন না। অর্থাৎ যথাযথ চিকিৎসা চলছে। প্রয়োজন মনে করলে চিকিৎসা বোর্ডের পরামর্শ অনুযায়ী আমরা ওনাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব।

আজ শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে এভারকেয়ার হাসপাতাল গেটে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। ডা. জাহিদ বলেন, বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক সুস্থতার ওপর। সুস্থ হলে বাকিটা দেখা যাবে।

তিনি বলেন, গত ২৩ নভেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। ওনার মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে পরীক্ষা করার পর হাসপাতালে ভর্তি করা হয়। ওনার মেডিক্যালের বোর্ডের চিকিৎসকরা রয়েছেন, বিশেষ করে ইউকে, ইউএস, বাংলাদেশসহ সব চিকিৎসকরা সমন্বিতভাবে আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়, আরও ব্যাপক কিছু পরীক্ষা-নিরীক্ষা করে নিবিড় চিকিৎসা করা প্রয়োজন। 

ওনাকে প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডা. এফএম সিদ্দিকী, প্রফেসর ডা. নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদ, এটিএম মহসিন, ডা. শামসুল আরেফিন, ডা. হাবিবুর রহমান, প্রফেসর ডা. রফিকউদ্দিন আহমেদ, প্রফেসর ডা. হামিদ রব, প্রফেসর ডা. হ্যামিল্টন,  ইউকে থেকে প্রফেসর ডা. প্যাট্টিক কেনেডি, জেনিফার ক্রস এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জোবায়দা রহমান এবং আমিসহ সবার পরামর্শ মতে চিকিৎসা চলছে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন এবং চিকিৎসা যাতে ব্যাহত না হয় সেজন্য সহযোগিতা করছেন। 

জাহিদ জানান, খালেদা জিয়ার পাশে আছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মীনি সৈয়দা শামিলা রহমান সিঁথি, ওনার ছোট ভাই শামীম এস্কান্দার, অন্য আত্মীয়-স্বজনসহ এই এভার কেয়ার হাসপাতালের চিকিৎসাকর্মী, কর্তৃপক্ষ, আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সকল সদস্যসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ সার্বক্ষণিকভাবে রয়েছেন। 

তিনি বলেন, ইউকে, সৌদি আরব, ইউএসএর জনহপকিন্স, মাউন্ট সিনাই, সিঙ্গাপুর, চায়না হাসপাতালসহ সব হসপিটালের চিকিৎসকদের যৌথ আলাপ-আলোচনার মাধ্যমে ওনার চিকিৎসা অব্যাহত আছে। এটা অব্যাহত থাকবে। আমাদের মহাসচিব আগেই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা সকল মানুষের কাছে দোয়া চাই। প্রধান উপদেষ্টাসহ অনেক মানুষ ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দসহ নেতাকর্মী ও সাধারণ মানুষ দোয়া করছেন। সকলের কাছে আমরা কৃতজ্ঞ।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া ছাড়াও এই হসপিটালে আরও তিনশ জন অসুস্থ মানুষ চিকিৎসাধীন আছেন। তাই সকলের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা অনুরোধ করব, আপনারা যার যার ধর্ম অনুযায়ী মহান আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে দেশনেত্রী সুস্থ হয়ে উঠেন। হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সুষ্ঠুভাবে যাতে চালিয়ে নিতে পারেন, সেজন্য আপনারা বিশেষ করে নিরন্তন পরিশ্রম করে বিগত ৬টি বছর ধরে আপনারা সংবাদকর্মীরা যারা দেশনেত্রী বিশেষ করে জিয়া পরিবারের প্রতি ভালোবাসা দিয়ে আসছেন, সেজন্য  আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। 

তিনি জানান, দেশের মানুষ, রাজনৈতিক দল এবং অনেক দেশ, রাষ্ট্র ও সরকার প্রধান ওনার চিকিৎসার বিষয়ে, সুস্থতার বিষয়ে আগ্রহ ও সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছেন, সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন গত ২৭ তারিখ থেকে তিনদিন ধরে ওনার চিকিৎসার ব্যাপারে চিকিৎসকরা যে পরামর্শ দিচ্ছেন, ওনি তা গ্রহণ করতে পারছেন, সাড়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। 

গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় পুঁজি রংপুরের
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9