জামায়াত আমির
শুধু সৎ নেতৃত্বের অভাবে বাংলাদেশকে ‘বাগানের মতো সুন্দর’ করা যায়নি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:৩৯ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু সৎ চরিত্রের নেতৃত্বের অভাবে বাংলাদেশকে আজ পর্যন্ত ‘বাগানের মতো সুন্দর’ করা যায়নি। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর মিরপুরে আয়োজিত এক নাগরিক সভায় বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর তাকে কোনো বাড়িতে এক রাত, কোনো বাড়িতে দুই রাত–এভাবে লুকিয়ে কাটাতে হয়েছে। তার ভাষায়: ‘গত দেড় দশক পুরো দেশই মজলুম ছিল। মিরপুরে নির্বাচন করলেও একটা দিনের জন্য আমাকে জনগণের কাছে ভোট চাইতে দেয়া হয়নি। আমাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানো হলেও আমরা দেশ ছেড়ে পালাইনি।
জামায়াত আমির আরো বলেন, বর্তমান সমাজে নারীরা পর্যাপ্ত সম্মান ও নিরাপত্তা পাচ্ছে না। জামায়াত ক্ষমতায় গেলে যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী নারীরা কাজের সহজ সুযোগ পাবেন এবং তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, ‘জামায়াত কাউকে জোর করে বোরকা পরাবে না।’
তিনি আরও বলেন, পুরোনো স্টাইলে নির্বাচন হলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, জামায়াত তাদের স্বাগত জানাবে এবং জনগণ তাদের (জামায়াত) ক্ষমতায় আনলে সবাইকে সঙ্গে নিয়ে দেশকে গড়ে তোলা হবে।