‘প্রশাসন ও বিচার বিভাগের ওপর নির্ভর করে হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন’

১৮ নভেম্বর ২০২৫, ০৭:০২ PM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © টিডিসি ফটো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিনাভোট ও দিনের ভোট রাতে করে শাসন ও বিচার বিভাগের ওপর নির্ভর করে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। ২০১৮ সালে দিনের ভোট রাতে করার জন্য তিনি নিজের পছন্দের ব্যবসায়ী সিন্ডিকেটের কাছ থেকে আট হাজার কোটি টাকা সংগ্রহ করেন। এরমধ্যে তিন হাজার কোটি টাকা ব্যয় করেন প্রশাসন, পুলিশ ও বিভিন্ন বাহিনী এবং এজেন্সিকে ম্যানেজ করতে। বাকি পাঁচ হাজার কোটি টাকা চারজন মিলেভাগ করে নেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বগুড়ার ঐতিহাসিক শহীদ খোকন পার্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিএনপি পরিবার সংগঠন আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, ছাত্রছাত্রীদের মাঝে বই, শারীরিকভাবে অক্ষমদের হুইল চেয়ার এবং চাষিদের মধ্যে কৃষি উৎপাদন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: পে স্কেলের দাবিতে একগুচ্ছ কর্মসূচি নিয়ে রণকৌশল কর্মচারীদের

রিজভী আহমেদ বলেন, হাসিনা প্রতিশোধ পরায়ণ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বামীর ভিটা থেকে নির্মমভাবে উচ্ছেদ করেন। সেদিন অশ্রুসজল চোখে খালেদা জিয়া বলেছিলেন,আল্লাহ আপনাদের বিচার করবেন। নিজের অপকর্মের সকল সহযোগীকে অসহায়ভাবে ফেলে রেখে ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হলো আল্লাহ বিচার করেছেন। শেখ হাসিনার পতনকে তিনি এজিদ ও হিটলারের সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, অসহায় দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে এসে তাদের পাশে দাঁড়িয়ে এবং সাহায্য সহযোগিতা করে তারেক রহমান এখন মানবতার দূত হিসেবে কাজ করছেনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবার সংগঠনের সভাপতি আতিকুর রহমান রুমন। বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল কাদির বিটু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক হেলালুজ্জামান তালুকদার লালু, ভিপি সাইফুল ইসলাম, জাহিদুল ইসলম রনি প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল ইসলাম চৌধুরী হিরু, সিনিয়র চিকিৎসক আজফারুল হাবিব রোজ প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন রিজভী আহমেদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় দিনব্যাপী সেবামূলক মানবিক এই কর্মসূচি হয়। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এই কর্মসূচি বগুড়া শহরের সাতমাথায় শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত হয়।

ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9