আওয়ামী লীগের বিরুদ্ধে হওয়া সব মামলা তুলে নেওয়ার আশ্বাস মির্জা ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন  © সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতি করতে চায় না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, বিএনপি সেটা করবে না। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েও থাকে তাহলে তা তুলে নেয়া হবে বলেও এসময় আশ্বস্ত করেন তিনি।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও যুব সংঘ মাঠে শহিদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালের উদ্বোধন করার পর এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। দিনের শেষ এ মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমি বলতে চাই যে, আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে, আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও, আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলাগুলো তুলে নেবো। আমরা প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধির নিয়ে চলতে চাই।

আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, আর পাগলামি করবেন না। জনগণের কাছে মাফ চান। এখনো মাফ চাননি। ছোট বাচ্চা-ছেলেগুলোকে গুলি করে মেরেছেন। আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। শান্তির রাজনীতি করতে চাই। এজন্য আমরা নির্বাচন চেয়েছি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশবাসী আজ তারেক রহমানকে ফিরে পেতে চায়। নতুন নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়।


সর্বশেষ সংবাদ