জন্মান্ধ প্রবীণ গফুর মল্লিকের পাশে তারেক রহমান

জন্মান্ধ গফুর মল্লিকের হাত সহায়তা তুলে দিচ্ছেন রুহুল কবির রিজভী আহমেদসহ অন্যরা
জন্মান্ধ গফুর মল্লিকের হাত সহায়তা তুলে দিচ্ছেন রুহুল কবির রিজভী আহমেদসহ অন্যরা  © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান জন্মান্ধ প্রবীণ গফুর মল্লিকের পাশে দাঁড়িয়েছেন। জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াই করা ভূমিহীন ও নিঃসন্তান গফুর মল্লিক রাজবাড়ী সদর উপজেলার খোলা বাড়িয়া গ্রামে বসবাস করেন।

আমরা বিএনপি পরিবার জানায়, ‘জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর!’— এই শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর সম্প্রতি তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন গফুর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে। নির্দেশের পাওয়ার পর আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রবীণ গফুর মল্লিকের সাথে সাক্ষাৎ করতে যান আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। 

এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাহিদুল ইসলাম রনি, মাসুদ রানা লিটন ও শাকিল আহমেদ।

এ ছাড়া আর উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, গুলশান বিএনপি নেতা মো. ফরিদ হাসান, রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেদ।

এদিকে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য হারুন-অর-রশীদ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রবীণ গফুর মল্লিকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন রিজভী আহমেদ।


সর্বশেষ সংবাদ