৮১ এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা সুমন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৩৪ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১১:৫৬ AM
নীলফামারী জেলার ফুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও শতভাগ সাফল্য নিশ্চিত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি মো. সুমন ইসলাম। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক।
সম্প্রতি স্কুলের অভিভাবক সমাবেশে উপস্থিত হয়ে তিনি এসএসসি পরীক্ষা ২০২৬ উপলক্ষে নির্বাচনী পরীক্ষায় পাসকৃত সকল শিক্ষার্থীর ফরম পূরণ নিজ অর্থায়নে সম্পন্ন করে দেওয়ার কথা বলেছেন।
এসময় উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্যবৃন্দ, স্কুলের সকল শিক্ষকগণ, শিক্ষার্থীদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার বাসিন্দারা।
ছাত্রদল নেতা সুমন জানান, স্কুলটিতে ৮১ জন শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এসব শিক্ষার্থীর ফরম পূরণ নিজ অর্থায়নে সম্পন্ন করবেন তিনি।