একদিনেই ৭০টি নতুন কমিটি দিল ছাত্রদল, তিনটি বিলুপ্ত

ছাত্রদল
ছাত্রদল  © লোগো

একদিনেই ৭০টি নতুন কমিটি প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এসব কমিটি প্রকাশ করা হয়। এছাড়া তিনটি কমিটি এদিন বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে আজকের তারিখের নোয়াখালী জেলাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮টি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তাছাড়া নেত্রকোণা বিশ্ববিদ্যালয়সহ আরও তিনটি কমিটি অনুমোদন দেওয়া হয়।

এছাড়া একইদিনে দেশের ৩৯টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের কমিটি অনুমোদন দিয়েছে ছাত্রদল। তবে এসব কমিটি অনুমোদনের তারিখ ছিল গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর)।

এদিকে, একইদিনে তিনটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এরমধ্যে রয়েছে- রাজশাহী মহানগর শাখা এবং মহানগর শাখার অধীনস্থ মতিহার উত্তর, দক্ষিণ ও কাটাখালী থানা ছাত্রদলের কমিটি। এই তিনটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানায় ছাত্রদল।


সর্বশেষ সংবাদ