ময়মনসিংহে মতবিনিময় সভায় এসপির পাশে আ.লীগ নেতা

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ PM
এসপিকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আওয়ামী লীগ নেতা

এসপিকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আওয়ামী লীগ নেতা © টিডিসি ছবি

ময়মনসিংহে আওয়ামী লীগ নেতাকে পাশে বসিয়ে মতবিনিময় সভার করার অভিযোগ উঠেছে ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ অঞ্চলের এসপি মো. নাইমুল হক পিপিএম বিরুদ্ধে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর ময়নার মোড় এলাকার হোটেল হেরা’র হলরুমে জেলার পর্যটন বিকাশে স্টেক হোল্ডারদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদস্য, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোফাখারুল ইসলাম খোকন।

মতবিনিময় সভার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এতে দেখা যায়, ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ অঞ্চলের এসপি মো. নাইমুল হক পিপিএম এর পাশে বসে অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ নেতা মোফাখারুল ইসলাম খোকন। 

এ ছাড়া, অনুষ্ঠানের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন বিএনপিপন্থি ব্যবসায়ী সংগঠনের নেতা তৌহিদুজ্জামান ছোটন, হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি খন্দকার শরীফ আহমেদ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ নামক সংগঠনের উপদেষ্টা ইয়াজদানী কোরাইশি কাজল এবং আব্দুল কাদির মুন্না। এদের মধ্যে ইয়াজদানী কোরাইশি কাজল এবং আব্দুল কাদির মুন্না আওয়ামীপন্থি সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে সমাধিক পরিচিত।

এ ঘটনায় চব্বিশের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টিকে পরিকল্পিত মনে করছেন। তাদের ভাষ্য, একটি মহল পরিকল্পিতভাবে পতিত আওয়ামী লীগের দোসরদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে উদ্দেশ্যমূলকভাবে এসব করছে। এতে তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রমোট করতে চায়।

জানতে চাইলে মোফাখারুল ইসলাম খোকন বলেন, আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগে আমার সব পদ সাবেক। মূলত আমি ওই অনুষ্ঠানে হোটেল মালিক হিসেবে উপস্থিত ছিলাম।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ অঞ্চলের এসপি মো. নাইমুল হক পিপিএম  বলেন, হোটেল হেরা কর্তৃপক্ষ জেলার পর্যটন বিকাশে স্টেক হোল্ডারদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করেছে। আমি ট্যুরিস্ট পুলিশের এসপি হিসেবে অনুষ্ঠানে ছিলাম। তবে অনুষ্ঠানের সভাপতি আওয়ামী লীগ নেতা কী-না, তা আমার জানা ছিল না।এদিকে মতবিনিময় সভার শেষ পর্যায়ে পুলিশ সুপারকে অনুষ্ঠানের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোফাখার হোসেন খোকন ক্রেস্ট প্রদান করেন। এতে অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের অংশ নিতে দেখা যায়। 

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালিতে বিএনপির ৩ কমিটি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9