ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, এনসিপি নেত্রীকে শোকজের পর অব্যাহতি

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ PM
এনসিপি সংগঠক শিরীন আক্তার শেলী

এনসিপি সংগঠক শিরীন আক্তার শেলী © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদানের এক দিনের মধ্যেই ‘গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে’ তাকে এই শাস্তি দিয়েছে দলটি। একই সাথে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না কেন, তার ব্যাখ্যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ‘বিগত ১৪ সেপ্টেম্বর আপনাকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। নোটিশ প্রদানের পরও আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের আরেকটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তা আমাদের নিকট প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।
এমতাবস্থায় আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

এর আগে রবিবার অ্যাডভোকেট শেলীকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। শোকজ নোটিশে বলা হয়েছিল, ‘সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার করা কিছু মন্তব্য আমাদের গোচরে এসেছে এবং সে সকল মন্তব্য অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এ সংক্রান্ত ব্যাপারে আপনার ব্যাখা এবং কেনো আপনার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘন্টার মধ্যে শৃঙ্খলা কমিটির নিকট লিখিতভাবে জমা দিতে বলা হলো।’

’উনি ভারতীয় প্ল্যান নিয়ে বাংলাদেশে এসেছেন ‘‒ কাকে উদ্দেশ্য …
  • ২৯ জানুয়ারি ২০২৬
সারোয়ার তুষারের আসনে ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না …
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর ২ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ ধানের শী…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমীরের সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রী হলে অব্যবস্থাপনা, চরম দুর্ভোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬