মেরুদণ্ড সোজা রেখে স্বচ্ছ ডাকসু নির্বাচন উপহার দিয়েছেন উপাচার্য: সারজিস

এনসিপি নেতা সারজিস আলম
এনসিপি নেতা সারজিস আলম  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি উপাচার্যের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে অভিনন্দন জানান।

সারজিস আলম তার পোস্টে বলেন, ‌‘মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘অনুগ্রহ করে গুটিকয়েক বিকৃত মস্তিষ্কের ব্যবহারে কষ্ট নিবেন না। আপনি আমাদের সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়।’

আরও পড়ুন: ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নূরুল হক নূর

পোস্টে সারজিস আলম অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্পর্শকাতর একটি প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করে সফলভাবে তা পরিচালনার জন্য উপাচার্যের ভূমিকাকে প্রশংসনীয় বলে অভিহিত করেন।

তিনি উপাচার্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, ‘আপনার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পেশাদারিত্ব ও ধৈর্যের পরিচয় দিয়েছে, তা নিঃসন্দেহে প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!